About
সেবায়।
সহযোগীতায়।
আত্নমানবতায়।
❤ আমরা আমরাইতো ❤
(সব গ্রুপেরই কিছু নিয়ম-কানুন থাকে) নিয়মাদি হলো:
১|গ্রুপে কোন প্রকার রাজনৈতিক কর্মকান্ড চালানো যাবেনা।
২| কোনো দল বা নেতা কর্মীর ছবি দিয়ে পোস্ট করা যাবেনা।
৩| কোনো বিষয়ে কারো সাথে তর্ক করলে সেটা অবশ্যই সীমার মধ্যে থেকে এবং অশ্লিল ভাষা ব্যবহার করা যাবে না। ৪| গ্রুপের কোন সদস্য চাইলে ওনো সদস্যকে রিকুস্ট পাড়াতে পারবে। তবে এক্সচেপ্ট না করলে তাকে বির্কত করতে পারবে না।
৫| গ্রুপের ওয়ালে কোনো প্রকার খোব প্রকাশ করা যাবেনা।
৬| গ্রুপে কোনো খারাপ স্ট্রেটাশ বা ছবি পোস্ট করা যাবেনা।
৭| আমারা সবাই একই পরিবারের সদস্য এইটা সব সময় লক্ষ রাখতে হবে।
৮| মেয়েদের কে সম্মান করবেন। কারন আপনার বোনও একজন মেয়ে।
৯| আপনার যে কোন অভিযোগ এডমিন বা মোডেরেটর বরাবর জানান।আপনার অভিযোগ সত্য প্রমাণিত হলে এডমিন প্যানেল অভস্যই ব্যবস্থা নিবেন।
১০| গ্রুপের উপরের সবগুলো নিয়ম মেনে চলতে হবে। গ্রুপের নিয়মের বাহিরে কিছু করা যাবেনা,অন্যথায় রিমোভ বা ব্লক করে দেওয়া হবে ৷
সম্মানিত উপদেষ্টা পরিষদ
2/ জনাব কাজী সুমন সাহেব (বিশিষ্ট সমাজ সেবক)
3/ জনাব কাজী মাহবুবর রহমান সাহেব ( বিশিষ্ট সমাজ সেবক )
4/ জনাব কাজী আলী সাহেব (বিশিষ্ট সমাজ সেবক)
5/ জনাব মাসুম বিল্লাহ সাহেব (বিশিষ্ট সমাজ সেবক)
6/ জনাব ওসমান গনি সাহেব (বিশিষ্ট সমাজ সেবক)
7/ জনাব হাসান মির্জা সাহেব (বিশিষ্ট সমাজ সেবক)
8/ জনাবা নাহিদ রাব্বানী (বিশিষ্ট সমাজ সেবী)
9/ জনাবা নির ঝরা নির (বিশিষ্ট সমাজ সেবী)
আমাদের সংগঠনের কাজ গুলো আরো সুন্দর ও নিয়ম অনুযায়ী পরিচালনা করে সবার কাছে পাচ্ছে দেয়ার জন্য সংগঠনকে বিভিন্ন কমিটিতে বিভক্ত করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটি
1/ কাজী হৃদয় (সভাপতি)2/ এম এস সাহাব উদ্দিন (সহ সভাপতি)
3/ আবদুল আহাদ অনি (অর্থ ও প্রচার সম্পাদক)
4/ ওয়াই এফ বি শুভ (সাংগঠনিক সম্পাদক)
5/ নাজিম ভূঁইয়া (ক্রীড়া ও সাহিত্য সম্পাদক)
ফেনী জেলা কমিটি
1/ জনাব ওমর ফারুক (সভাপতি)
2/ নিলয় ভূঁইয়া (সাধারণ সম্পাদক )
3/ এইচ এম মাহাদি (অর্থ ও প্রচার সম্পাদক)
4/ সুইট বাপ্পী (সাংগঠনিক সম্পাদক)
5/ সিপন ভূঁইয়া (ক্রীড়া ও সাহিত্য সম্পাদক)
কুমিল্লা জেলা কমিটি
1/ সালমান আহাম্মদ (সভাপতি)
আশা করি সবাই আমাদের সাথে থাকবেন
আমরা সবাই একটা পরিবার
এডমিনদের পক্ষ থেকে-
***অন্তরিক্ষ ধন্যবাদ***
No comments