আমরা আমরাইতো গ্রুপের ইফতার মাহফিল ও কাপড় বিতরণ।
আমরা আমরাইতো গ্রুপের ইফতার মাহফিল ও কাপড় বিতরণ।
![]() |
Group Picture |
এই রমজানে মানবতার সেবায় এগিয়ে আসুন ,,,গরিব, এতিম, অসহায়, বিধবা ও পথিক শিশুদের জন্য আমরা আমরাইতো সংগঠনের পক্ষ থেকে ফেনী ও চট্টগ্রামে ইফতার মাহফিল ও ঈদের নতুন কাপড় দেয়ার আয়োজন করা হয়েছে,,, ইনশাআল্লাহ সবার সহযোগীতা পেলে আমরা আগামী ১৭ তারিখ ১১ রমজান রোজ শুক্রবার চট্টগ্রামের আগ্রাবাদের শাহ্ মজিদিয়া এতিম খানায় ১০০ জনের ও ফেনী জেলা মোহাম্মদ আলী বাজার কেন্দ্রীয় ঈদগা ময়দানে আগামী ২৪ তারিখ ১৮ রমজান রোজ শুক্রবার শশদী দারুল উলুম মাদ্রাসার ও দওসার রহমানিয়া মাদ্রাসার সকল এতিম ও এলাকার সকল গরিব, এতিম, রিক্সার ড্রাইভার ও পখিক শিশুদের জন্য মোট ৫০০ লোকের জন্য ইফতারের আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং এই ঈদে সকল গরীব, এতিম, অসহায়, বিধবা ও পখিক শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগা ভাগি করে নিতে প্রায় ২২০ জন লোককে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবী ও বাচ্চাদের জামা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে, ৬০০ জনের ইফতার মাহফিল ও ২২০ জনের কাপড় বিতরণের জন্য প্রায় = ১,৪০০০০/- (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা লাগবে, এই জন্য আমার সম্মানিত সকল বড় ভাই, প্রিয় বন্ধু ও বিদেশে আছে এমন স্নেহের ছোট ভাইদের বিশেষ সহযোগীতা ও ইফতার মাহফিল ও কাপড় বিতরণ অনুষ্ঠানে উপস্থিতি থাকার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি।বিন্দু বিন্দু বালু কণা ফোঁটা ফোঁটা জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল,,,
আমরা আমরাইতো গ্রুপে Join Group
No comments