আমরা আমরাইতো গ্রুপের ইফতার মাহফিল ও কাপড় বিতরণ।

 আমরা আমরাইতো গ্রুপের ইফতার মাহফিল ও কাপড় বিতরণ।

Group Picture

এই রমজানে মানবতার সেবায় এগিয়ে আসুন ,,,গরিব, এতিম, অসহায়, বিধবা ও পথিক শিশুদের জন্য আমরা আমরাইতো সংগঠনের পক্ষ থেকে ফেনী ও চট্টগ্রামে ইফতার মাহফিল ও ঈদের নতুন কাপড় দেয়ার আয়োজন করা হয়েছে,,, ইনশাআল্লাহ সবার সহযোগীতা পেলে আমরা আগামী ১৭ তারিখ ১১ রমজান রোজ শুক্রবার চট্টগ্রামের আগ্রাবাদের শাহ্ মজিদিয়া এতিম খানায় ১০০ জনের ও ফেনী জেলা মোহাম্মদ আলী বাজার কেন্দ্রীয় ঈদগা ময়দানে আগামী ২৪ তারিখ ১৮ রমজান রোজ শুক্রবার শশদী দারুল উলুম মাদ্রাসার‌ ও দ‌ওসার রহমানিয়া মাদ্রাসার সকল এতিম ও এলাকার সকল গরিব, এতিম, রিক্সার ড্রাইভার ও পখিক শিশুদের জন্য মোট ৫০০ লোকের জন্য ইফতারের আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং এই ঈদে সকল গরীব, এতিম, অসহায়, বিধবা ও পখিক শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগা ভাগি করে নিতে প্রায় ২২০ জন লোককে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবী ও বাচ্চাদের জামা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে, ৬০০ জনের ইফতার মাহফিল ও ২২০ জনের কাপড় বিতরণের জন্য প্রায় = ১,৪০০০০/- (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা লাগবে, এই জন্য আমার সম্মানিত সকল বড় ভাই, প্রিয় বন্ধু ও বিদেশে আছে এমন স্নেহের ছোট ভাইদের বিশেষ সহযোগীতা ও ইফতার মাহফিল ও কাপড় বিতরণ অনুষ্ঠানে উপস্থিতি থাকার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি।বিন্দু বিন্দু বালু কণা ফোঁটা ফোঁটা জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল,,,

আমরা আমরাইতো গ্রুপে Join Group

No comments

Theme images by TommyIX. Powered by Blogger.